১০ ভোট পেলেও সমস্যা নেই, একদিন তরুণদের সংসদে নিয়ে যাব: এনসিপি নেতা
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে এ পদযাত্রার নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য-সহ সমন্বয়ক মাহাবুব আলম।
পদযাত্রাটি হাজীগঞ্জ পশ্চিম বাজার থেকে পূর্ব বাজার প্রদক্ষিণ করে বিশ্বরোড গিয়ে সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির নেতারা।
এ সময় চাঁদপুর-৫ নির্বাচনি আসনের এনসিপির মনোনীত প্রার্থী মাহাবুব আলম বলেন, ওসমান হাদির স্বপ্নের যাত্রায় আগামীর রাজনীতি হবে সততার, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত। এই সমাজে যেই ট্যাবু তৈরি করে রেখেছে, শুধুমাত্র কালো টাকাধারীরাই রাজনীতি করবে, শুধু কালো টাকাধারীরা এমপি ইলেকশন করবে, বিভিন্ন জনপ্রতিনিধি পদে শুধুমাত্র নির্বাচন করবে- সেই ট্যাবু ভেঙে দিতেই আমি এসেছি।
তিনি বলেন, তরুণদের স্বপ্নের যাত্রাটা শুরু করে দিতে চাই। আমি যদি ১০ ভোট পাই, কিন্তু আপনাদের তরুণদের যেই স্বপ্নের যাত্রায় একদিন তরুণদের সংসদে নিয়ে যাবে।
পরে সরকারের কাছে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবি জানানো হয়। দোয়া ও মোনাজাতে হাদির আত্মার মাগফিরাত কামনা করা হয়।

